অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ জেমস ক্যামেরনের আরেকটি মেগা প্রজেক্ট। সারা দুনিয়ায় যেভাবে ঝড় তুলেছিল আ্যাভাটার ২০০৯ সালে এবং এখন পর্যন্ত ব্যবসায়িক দিক থেকে অন্যতম। অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ইতোমধ্যে সারাবিশ্বে আবারও দর্শকের হৃদয় কেড়েছে। জেমস ক্যামেরন মানেই অন্যরকম একটা কিছু। এবারও তার ব্যত্যয় ঘটেনি।
বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার মুক্তি দিয়েছে সিনেমাটি। হাউজফুল হলরুম, বাইরে লম্বা লাইন, অনেকে বিষন্ন মনে ফিরে যাচ্ছে। বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের কড়িডোরে কথা হয় সিনেমা দেখতে আসা জায়েদ জুলহাস নামে একজন দর্শনার্থীর সঙ্গে। তিনি দুটি টিকিট কিনতে চেয়েছিলেন, কিন্তু আছে একটি। তার আজ আর মুভি দেখা হলো না।
শিরোনাম :
বাংলাদেশে একই সময়ে দেখানো হবে বিখ্যাত ছবি অ্যাভাটার ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’
-
Reporter Name - Update Time : 04:12:28 pm, Sunday, 21 December 2025
- 7 Time View
Tag :








